তানোরেক কলেজ ও প্রাথমিক শিক্ষক সমিতির মিলন মেলা

ছবি- প্রতিনিধি

রাজশাহীর তানোরে কলেজ ও প্রাথমিক শিক্ষক সমিতির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নাইস গার্ডেনে কলেজ শিক্ষক কর্মচারী ও প্রাথমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধূরী। কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজের অধ্যাক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তালন্দ কলেজের প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানার ওসি কামরুজ্জামান মিয়া, কলেজ সমিতির সম্পাদক চাপড়া মহিলা কলেজের অধ্যাক্ষ অনুকুল কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, বিএম কলেজের অধ্যাক্ষ অসিম সরকার, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,পাচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পিযুষ, সম্পাদক আতাউর রহমান প্রমুখ। বিকেলের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় উপজেলা সকল কলেজ ও প্রাথমিকের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন