টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গণহত্যা দিবস উদযাপন

সারাদেশের ন্যায় টাঙ্গাইলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গুলোতে গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। এরি ধারাবাহিকতায় ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকা, বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণ হত্যার স্মৃতি চারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র মাওলানা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ, প্রধান শিক্ষক মফিজুর রহমান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন