তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ?

নাটকীয় দিন বাংলাদেশের ক্রিকেটে অহরহই আসে। বিশ্বকাপের দল ঘোষণার দিনে এমন কিছু তাই অস্বাভাবিক কিছু নয়। নাটকীয় সে দিনটার ফলটা পাওয়া যাবে ম্যাচ শেষে। তবে দিনভর নাটকীয়তার পর জানা গেছে, বিশ্বকাপের দলে নেই তামিম ইকবাল। তবে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। অস্কার না জিতলেও এমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে এমন নাটকীয়তা।
বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন হঠাৎ ভয়ংকর এক গুঞ্জন ছড়িয়ে পড়ল। বিশ্বকাপে সব ম্যাচ খেলতে পারবেন কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ওদিকে পুরো ফিট নন, এমন খেলোয়াড় নিয়ে নাকি বিশ্বকাপে যেতে চান না অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গুঞ্জনের আগুনে ঘি ঢেলে কোচ ও অধিনায়ক গতকাল রাতে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসাও ঘুরে এসেছেন। সাকিব নাকি বলে এসেছেন, ফিট নন এমন কেউ থাকলে বিশ্বকাপে তিনি দলের অধিনায়কত্ব করবেন না। নাটকীয়তার শেষ এখানেই নয়। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে তামিমের অবসরের পর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এগিয়ে এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ফিরে এসেছেন তামিম। কিন্তু বিশ্বকাপের দলে আবারও তামিমকে নিয়ে অনিশ্চয়তা শুরু হওয়ায় আবারও আবির্ভাব মাশরাফির।
গতকাল রাতে ঢাকায় আসা বর্তমান সংসদ সদস্য আজ দুপুর ২টার দিকে বিসিবিতে এসেছেন। উদ্দেশ্য ব্যক্তিগত বলেই জানিয়েছেন মাশরাফি। কিন্তু এমন সময়ে বিসিবিতে তাঁর আগমণ ব্যক্তিগত কারণে বলে সরলভাবে বিশ্বাস করার মানুষ সম্ভবত কমই। তাঁর বিসিবিতে আসা কি দলে তামিম-ইস্যুতে সমঝোতা করানো? সে প্রশ্ন উঠছে।
প্রশ্ন উঠছে - সমঝোতাই যদি মাশরাফির বিসিবিতে আসার উদ্দেশ্য হয় তাহলে কীসের সে সমঝোতা, কেন সমঝোতা, তামিমের দলে থাকা নিয়ে নাকি না থাকা নিয়ে, বিশ্বকাপের মতো এক টুর্নামেন্টের আগে সমঝোতার প্রসঙ্গ কীভাবে আসে...? এসব প্রশ্ন উঠতে উঠতেই চারটার আগে বিসিবি থেকে বেরিয়ে এলেন মাশরাফি। এরপর থেকেই চলছে অপেক্ষা, কখন দল ঘোষণা হবে।
এত দিন কৌতুহল ছিল, মাহমুদউল্লাহ দলে থাকবেন কি না এ নিয়ে। কিন্তু অন্যদের ব্যর্থতা ও ফিরেই সময়োপযোগী ইনিংস খেলে মাহমুদউল্লাহ জায়গা নিশ্চিত করার পর তখন সব আগ্রহের কেন্দ্রে শুধুই তামিম। থাকবেন তো বিশ্বকাপে? নাকি অবসরের ঘোষণাই দিয়ে দেবেন তিনি!
নাটকীয়তা বাড়াতেই হয়তো, কোনো সংবাদ সম্মেলন বা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নয়, সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে দল ঘোষণার কথা জানিয়েছে বিসিবি। সে সময়টা বিকেল ৫টা ৪৫ সেটাও জেনে গেলেন সবাই। কিন্তু সেটাও পিছিয়ে দেওয়া হয়েছে।
অবসর থেকে ফিরলেও দীর্ঘমেয়াদী চোট থেকে ফিরতে বেশ বড় একটা সময় বিশ্রামে ছিলেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অবসর থেকে ফেরার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নেমে ৪৪ রান করেছিলেন তামিম। কিন্তু পিঠের চোট যে সহসা ছাড়ছে না, সেটা জানা ছিল। শুধু বিশ্বকাপের কথা মাথায় রেখেই ইনজেকশন দিয়ে মাঠে ফিরেছিলেন।

বিজ্ঞাপন