শিবগঞ্জের ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় দিবস পালন না করা, কর্মরত শিক্ষকদের এমপিও করনে গড়িমসি ও আয় ব্যায়ের হিসাব দিতে ব্যর্থ হওয়াসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকারের কাছে বহিস্কার আদেশ পৌছানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহিনূর ইসলাম জানান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার জাতীয় দিবসে কোন কর্মসূচি পালন করেন না। ২০১৯ সালে এমপিও ভুক্তির পর আজ অবধি অধিকাংশ শিক্ষকের এমপিও ভুক্তির ব্যাপারে তিনি কার্যকর পদক্ষেপ নেননি। বিভিন্ন পদে নিয়োগের কথা বলে স্থানীয়দের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কমিটির সদস্যরা তাঁর কাছে আয় ব্যায়ের হিসাব চাইলেও তিনি হিসাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
অনেকবার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় বিধি মোতাবেক ৩ বার গভর্নিং বডির সদস্যরা নোটিশ দিলেও তিনি তা আমলে নেননি। অবশেষে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষা দফতরের কর্মকর্তাদের গভর্নিং বডির এ সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই পত্র মারফত জানিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আতিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এব্যাপারে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বক্তব্য দিতে রাজি হননি।
শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি, এম আব্দুল হামিদ জানান, ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়টির সভাপতি শাহিনূর ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিও আমি পেয়েছি। এ ব্যাপারে বিধি অনুসারে পদক্ষেপ নেয়া হবে

বিজ্ঞাপন