বগুড়ার শিবগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে প্রতিবেশী দেবর কর্তৃক দুই সন্তানের জননীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন। বিয়ে না করায় দেবরের বাড়িতে বিয়ের দাবীতে ওই গৃহবধূর অনশন। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের বিহার দক্ষিণ পাড়া গ্রামের সাফিরুল এর সাথে গত ১০ বছর পূর্বে ভুক্তভোগী নারী (২৫) এর বিয়ে হয়। তাদের দাম্পত্ত জীবনে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। তাদের দাম্পত্ত জীবন সুখের ছিলো। এর মধ্যেই গত ২ বছর পূর্বে একই গ্রামের আবু কামাল এর ছেলে দেবর তাবিবুর রহমান (২৪) এর সাথে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত সোমবার দিবাগত রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে দেবর প্রেমিক, প্রেমিকা (ভাবী) শয়ন কক্ষে প্রবশে করে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পরে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে শয়ন কক্ষের দরজা বাহির থেকে আটকে দিলে, দেবর প্রেমিক দরজা ভেঙ্গে পালিয়ে যায়।
এব্যাপারে ওই গৃহবধূ বলেন, তাবিবুর রহমানের সাথে আমার প্রায় ২ বছর পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে বিয়ে করবে এই প্রলোভন দিয়ে আমার সাথে অনৈতিক সম্পর্কে জড়ায়। বিষয়টি আমার স্বামী জানার পর সে আমাকে তালাক দিয়েছে। সে আমাকে বিয়ে করবে এ জন্যই আমি তার বাড়িতে এসেছি। সে যদি বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো।
এ বিষয়ে তাবিবুর রহমান মুঠোফোনে বলেন, ওইগৃহবধূ (ভাবীর) বাড়িতে আমি মাঝে যাতায়াত করতাম। ওই গৃহবধূর সাথে আমার কোন অনৈতিক সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।