শেরপুরে শাহ্ সুলতান হসপিটালের উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ পানি স্যালাইন বিতরণ

শেরপুরে শাহ্ সুলতান হসপিটালের উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ পানি স্যালাইন বিতরণ
বগুড়ার শেরপুরে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল রবিবার সকালে শাহ্ সুলতান হসপিটাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের পক্ষ থেকে উপজেলার ধুনটমোড় প্রখর রোদে একটু প্রশান্তির জন্য ভ্যান চালক, সিএনজি অটোরিক্সা চালকসহ পথচারীদের মাঝে ১ (এক) হাজার বোতল ও ১ হাজার প্যাকেট স্যালাইন বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শাহ্ সুলতান হসপিটাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার এর চেয়ারম্যন আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, পরিচালক শাহ আলম, মহসনী, আব্দুল রাজ্জাক, সোহেল রানা, কর্মকর্তা মোন্তাসিম, এহসান, মোস্তাফিজ, শুভসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তীব্র তাপ প্রবাহে নাকাল সারাদেশের মানুষ। বিশেষ করে সব চেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। এমন পরিস্থি ল্য করা গেছে বগুড়ার শেরপুর উপজেলায়। তপ্তরোদে পুড়ছে চারপাশ। তীব্র গরমে অসস্তি বেড়েই চলছে। ২ সপ্তাহের বেশি সময় ধরে অব্যহত তাপদাহে বিপর্যস্ত জনজীবন। গরমে একটু সস্তি পেতে গাছের ছায়া, পানি ভরসা সাধারণ মানুষের। কিন্তু কোথায় পাবেন খেটে খাওয়া মানুষগুলো সব সময় বিশুদ্ধ পানি। সেই কথা চিন্তা করেই উপজেলার ধুনট মোড়ে শাহ সুলতান সহপিটালের প থেকে বিনামূলে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয় বাস, ট্রাক, অটোচালক, সিএনজি চালকসহ পথচারীদের। শাহ সুলতান হসপিটাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শাহ্ সুলতান হসপিটাল সঠিক সেবা নিচ্ছিত করার পাশাপাশি প্রখর রোদের মধ্যে যারা কষ্ট করে জীবন জীবিকার তাগিদে বের হয়েছে তাদের শুধু মাত্র একটু স্বস্তির জন্য বিশুদ্ধ পানি ও স্যলাইন এর ব্যবস্থা করেছি। আমি মনে করি এই বিশুদ্ধ পানি ও স্যালাইন পান করার মধ্যদিয়ে প্রখর তাপদাহ থেকে হিট ষ্টোক থেকে রক্ষা এবং একটু প্রশান্তি লাভ করবেন । শাহ্ সুলতান হসপিটাল কর্তৃপক্ষ শ্রমজীবি মানুষের স্বাস্থ্য সেবার দিক লক্ষ রেখে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।
বিজ্ঞাপন