শেরপুরে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর উপলক্ষ্যে ইউএনও’র সংবাদ সম্মেলন

ছবি- প্রতিনিধি

“দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রায়ন-২  প্রকল্পের আওতায় ২২ মার্চ বৃহস্পতিবার চতুর্থ ধাপে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বরাদ্ধের উদ্বোধনী করবেন। উদ্বোধন বিষয়ে বগুড়ার শেরপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা হলরুমে এক সাংবাদিক সম্মেলন করেছেন। 

এ উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: শামসুন্নাহার শিউলী, উপজেলা উপ সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ও বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ। প্রেস কনফারেন্স শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
উপজেলা সুত্রে জানা যায়, শেরপুর উপজেলায় ৪র্থ পর্যায়ের ২টি ধাপে বরাদ্দকৃত সর্বমোট ১৭১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর করা হবে। 
এর মধ্যে কুসুম্বি ইউনিয়নের ২৬টি, গাড়িদহ ইউনিয়নে ৪টি, খামারকান্দি ইউনিয়নের ৮টি, মির্জাপুর ও শাহাবন্দীগী ইউনিয়নে ৩০টি, বিশালপুর ইউনিয়নে ৮২টি, ভবানীপুর ইউনিয়নে ৪টি ও সুঘাট ইউনিয়নে ১৭টি সর্বমোট ১৭১ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

 

বিজ্ঞাপন