বগুড়ার শেরপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ইসমাইল প্রামানিকের (৫৫) বিরুদ্ধে। রবিবার (১২ মার্চ) সকাল ১১টায় ছোট ফুলবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। ইসমাইল হোসেন ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। ভিডিও >>>>> দেখতে ক্লিক করুন।
শিশুটির মা ও স্থানীয়রা বিজয় বাংলাকে জানান, সকালে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। সম্পর্কে নানা ইসমাইল প্রাং তাকে পটেটো খাওয়ার কথা বলে তার বাড়ির ঘরের ভিতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে এসে মাকে কান্নাকাটি করে আর জানান ইসমাইল নানা তাকে মারছে আর ওই বাড়িতে যাবনা। তখন তাকে জিজ্ঞাসা করলে সব খুলে বলে। এ ঘটনা স্থানীয়দের জানালে তারা সন্ধায় বিচার বসবে বলে আশ^াস দেন। সন্ধায় এতে কোন সমাধান না হলে শিশুটির মা রাত্রি ৮টায় পুলিশকে খবর দেন।
ইসমাইলের স্ত্রী বিষয়টি অস্বীকার করে বিজয় বাংলাকে জানান, আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। বিষয়টি জানতে ইসমাইলের বাড়িতে গেলে তাকে না পাওয়ায়, তার মোবাইলে বার বার যোগাযোগ করলেও বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ইসমাইলের ছেলে সুমন বিজয় বাংলাকে জানান, আমি কিছু জানিনা বাড়িতে এসে শুনলাম। তখন বাবাকে মোবাইল করেছিলাম সে জানান একজায়গায় বেড়াতে আসছি।
এ বিষয়ে শেরপুর থানা এসআই শফিক বিজয় বাংলাকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।