রোহিঙ্গাদের জন্য আরও ২ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ছবি-সংগৃহীত

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার জন্য বাংলাদেশকে নতুন করে ২ কোটি ৬০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন।
এ তহবিল ঘোষণার মধ্য দিয়ে ২০১৭ সালে আগস্ট থেকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ২১০ কোটি ডলারে পৌঁছেছে। নেড প্রাইস আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এ সহায়তা তহবিল বাংলাদেশ-মিয়ানমার উভয় সীমান্তের ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহার করা হবে। যা একইভাবে আমাদের মানবিক অংশীদারদের সুযোগ দেবে।
এদিকে জাতিসংঘ বলছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক চাহিদাগুলো পূরণে তাদের ৮৭ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। মিয়ানমারে সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বেশির ভাগ সদস্যই বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে অবস্থান করছেন। এই সংখ্যা ১১ লাখেরও বেশি।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্বাচনের পর সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান নিয়েছে। এই হামলা বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সূত্র: রয়টার্স, আলজাজিরা

বিজ্ঞাপন