ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির সমশেরনগর গ্রামের মোঃ আজিজার রহমানের অসুস্থ্য মেয়ে আরমিনাকে সৌদি আরব থেকে ফিরে পেতে মায়ের আকুতি।
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির সমশেরনগর গ্রামের মোঃ আজিজার রহমানের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগ সূত্রে জানা যায়, শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামের মৃত সফিমত শাহ্ এর পুত্র মোঃ সেকেন্দার হাসান সৌদি আরবে ভালো চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তার মেয়ে মোছাঃ আরমিনা (৩০) কে সৌদিতে পাঠান দালারের মাধ্যমে। ২০২২ ইং সালে সৌদিতে পাঠান দালাল এজেন্টের মাধ্যমে। সেখানে ৯মাস গত হয়ে গেলেও এখন পর্যন্ত একটি টাকাও বাড়িতে পাঠাতে পারেনি আরমিনা বেগম। বর্তমান সে সৌদি আরবের রিয়াদে কফিলের বাড়িতে রয়েছেন। সেখানে তার মেয়ে আরমিনাকে প্রতিদিন মারধর ও নির্যাতন এমনকি বর্তমান সে কফিলের দ্বারায় গর্ভবতী হয়েছে। বর্তমান চরম অসুস্থ্যতায় ভুগছে। তাকে সেখান থেকে কোথাও বাহির হতে দিচ্ছেনা। অসুস্থ্য অবস্থায় মারপিট সহ নানা রকম নির্যাতনের ছবি তার মায়ের কাছে পাঠিয়ে উদ্ধারের জন্য অনুরোধ করেছেন। এই ঘটনায় দালাল চক্র সেকেন্দার হাসানের বিরুদ্ধে আরমিনার বাবা মোঃ আজিজার রহমান ২৭/১২/২০২২ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনায় জড়িত দালাল মোঃ সেকেন্দার হাসানের সাথে ০১৭৩৭৩৩৭৬৪০ তে কথা বললে তিনি জানান, আমি চেষ্টা করছি, কিন্তু আমার কথা কোম্পানীর এজেন্সী কোনভাবে শুনছে না। ফলে আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এ ব্যাপারে আরএল ১৪৪০, মেসার্স নেপ এয়ার ইন্টারন্যাশনাল এর সত্ত¡াধিকারী মোঃ আবুল কালাম পাটোয়ারী, হোটেল রাজমনি ইসাখাঁ শপিং কমপ্লেক্স, কাকরাইল, ঢাকা, ০১৮১৩৩৮২৪৫৫ নম্বরে যোগাযোগ করা হলে কোম্পানীর জনৈক এক ব্যক্তি ফোন গ্রহণ করে বলে তাকে উদ্ধারের জন্য প্রক্রিয়া চলছে। কিছু ঝামেলা আছে তা সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেয়েকে উদ্ধারের জন্য বারবার কোম্পানীর সাথে যোগাযোগ করা হলে কোম্পানী তাকে উদ্ধার করতে গড়িমসি করছে বলে তার পরিবার জানান। তার পাসপোর্ট নং- অ০০৪৯১৭৯৪, ভিসা নং- ৬০৮২০৫৭৯৭৩, মেয়াদ ০২/১১/২০২২, যা ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বর্তমান তার বৃদ্ধ পিতা-মাতা দিলুফা বেগম মেয়েকে সৌদি থেকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।