নৌকাডুবিতে ৭১ প্রাণহানি: এক বছর পরও শুরু হয়নি সেতু নির্মাণ

পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির আজ এক বছর। বোদা উপজেলার এই ঘাট থেকে মহালয়ার পূজার জন্য বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে নৌডুবিতে প্রাণ হারান ৭১ জন। ওই ঘটনার পর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও শুরু হয়নি কাজ। ঘটনার পর আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের ঘোষণা দেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ১ হাজার ১৮০ মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩২ মিটার প্রস্থ সেতুর নকশার কাজও হয়। ডিসেম্বরেই দরপত্র হওয়ার কথা থাকলেও এখনও নির্মাণ কাজ শুরু হয়নি।
স্থানীয়রা জানান, বোদা উপজেলার বড়শশী ও কালিয়াগঞ্জ ইউনিয়ন করতোয়ার অপরপ্রান্তে। এই দুই ইউনিয়নের মানুষের উপজেলা শহরে যেতে নৌকাই ভরসা। এই ঘাটে একটি সেতুর দাবি তাঁদের দীর্ঘদিনের।   গত বছরের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে ঘটে এই নৌকাডুবির ঘটনা। শতাধিক যাত্রী নিয়ে করতোয়া পার হয়ে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে ডুবে যায় শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি। দুর্ঘটনার পর নিখোঁজ হন নৌকার ৭২ আরোহী। তাদের মধ্যে মরদেহ পাওয়া গেছে ৭১ জনের।  
সরেজমিনে দেখা যায়, সেতু না হওয়ায় এখনও নৌকা বা বাঁশের সাঁকোতে নদী পার হচ্ছেন বাসিন্দারা। পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আউলিয়ার ঘাটে ১ হাজার ১৮০ মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের ব্রিজের নির্মাণে ইতিমধ্যে সকল প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধু টেন্ডারের অপেক্ষা। এদিকে, গত মহালয়ার পূজার জন্য বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটায় এবার অনাড়ম্বর আয়োজনে পুজার কথা জানিয়েছে মন্দির কমিটি।

বিজ্ঞাপন