নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ছবিঃ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০২৩ পালিত হয়েছে। আজ (২৬ মার্চ) রবিবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল থানায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলণ, সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সোয় ৮টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর কুচকাউয়াজ শেষে ডিসপ্লে পদর্শন, সকাল সাড়ে ৯টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকাল ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পৃথক পৃথক ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার(ভূমি)মিথিলা দাস, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এদিন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় জনশুমারি ও গৃহগননা ২০২১প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। এদিন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান,ইউনিয়ন পরিষদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর কাদেরের সভাপতিত্বে মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের ও জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 

বিজ্ঞাপন