নাচোলে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করলেন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করলেন চঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান ও জাতীয় সংসদের সংরক্ষিত ৩৩৮ আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম(জেসী)। আজ(২৮ মে) রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে একই সাথে নাচোল উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান ও জাতীয় সংসদের সংরক্ষিত ৩৩৮ আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম(জেসী)। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ জানান, সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৪ টিকলেজ, ৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি মাদ্রাসার নব-নির্মিত দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধমুখী এবং চতুর্থ তলার নব নির্মিত ভবনের উদ্বোধন করলেন অতিথিবৃন্দ। সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাগঞ্জ-২ আসনের সংসদ মসদ্য মুঃ জিয়াউর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় র্সসদের সংরক্ষিত ৩৩৮ আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজ হোসেন, সোনাইচন্ডী কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজামুল হক ও কসবা ইপির সাবেক চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান। 
 

বিজ্ঞাপন