মন বলে
রুস্তম আলী
মন বলে উড়ে যায়
ঐ দূর আকাশে
যেথায় পৃর্ণিমায়
চাঁদে আলো হাসে।
মেঘেদের মত ভেসে
যাই দিকে দিকে
চক্কর দিয়ে আসি
আকাশটা দেখে।
এই আশা কি করে
করি তবে পৃরণ
ডানা নেই আমার
পাখির মতন।
--------
রুস্তম আলী
গ্রাম = নজরানা
জেলা = মুর্শিদাবাদ
রাজ্য = পশ্চিমবঙ্গ
দেশ = ভারত
তারিখ ইং = 12/ 9/2023