লালপুর উপজেলার সভাপতিকে হারিয়ে সম্পাদক চেয়ারম্যান নির্বাচিত

নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম)কে ৩ হাজার ৫১৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর (কাপ পিরিচ)। মঙ্গলবার (২১ মে) রাতে লালপুর উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা নির্বাহী অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর (কাপ পিরিচ) প্রতিক নিয়ে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী লালপুর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম) প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। এছাড়া লালপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৫০ হাজার ৬১৫ ভোট পেয়ে তৌহিদুল ইসলাম বাঘা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি (উড়োজাহাজ) প্রতিক পেয়েছেন ২৯ হাজার ১৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে  মাহাফুজা খাতুন শাপলা (ফ্যান) প্রতীক নিয়ে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন পারভীন আকতার বানু (ফুটবল) প্রতিক পেয়েছেন ২৮ হাজার ১৭৫ ভোট।
লালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪৪ জন। যার মধ্য পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৩৮৬ জন এবং নারী ১ লাখ ১৮ হাজার ৪৫৬ জন। দুজন হিজড়া ভোটার রয়েছেন এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি। কোন প্রকার অপৃতিকর  ঘটনা ছাড়াই আনন্দমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। দিন শেষে উপজেলায় ভোট পড়েছে শতকরা ৩৯ ভাগ।

বিজ্ঞাপন