খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী তাকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার (১৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছিল। পর দিন সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে কেবিন নেওয়া হয়।

বিজ্ঞাপন