দৈনিক কালের কণ্ঠের সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রতিনিধি ও আমিনা মনসুর ডিগ্ৰি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিলের সহধর্মিণী শিউলি খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিঊন)। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনামুখীর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
দীর্ঘদিন ধরে শিউলি খাতুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিউলি খাতুনের বাবা মরহুম শফিকুল ইসলাম ছিলেন রেলওয়ে কর্মকর্তা। তিনি কাজিপুর উপজেলার ভাঙারসেও গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে সোনামুখিতে বাসা বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করেন। বাদ এশা নামাজ শেষে সোনামুখী কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজে ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
শিউল খাতুনের মৃত্যুতে কাজিপুর প্রেসক্লাব, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে বিকেলে সাংবাদিক আব্দুল জলিলের নিজ বাড়ি সোনামুখীতে যান কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।