কাজিপুরে নৌপথে ঈদে ঘরমুখো মানুষের মধ্যে ইফতার বিতরণ

ফাহমিদা ফাউন্ডেশনের উদ্যোগে  এবারই প্রথম ঈদে ঘরমুখো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া ও মেঘাই যমুনাঘাট থেকে  স্ট্যান্ডাড গ্রুপ সহ সকল গার্মেন্টস শ্রমিকদের জন্য ইফতারে ব্যবস্থা করেছেন স্ট্যান্ডার্ড গ্রুপে কলমা, সাভারে ষ্টোরে কর্মরত আবু হানিফ।
মঙ্গলবার (৯ এপ্রিল) মেঘাই যমুনা নদীর ঘাট থেকে চরাঞ্চলের বিভিন্ন গ্ৰামের ঈদের ঘরমুখো পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আবু হানিফ বলেন, আমার চাকরীর বয়স ২০ বৎসর, প্রতি বছর ঈদুল ফিতরে ছুটিতে খেয়াল করি, আমার কাজিপুর উপজেলার চরাঞ্চলের সহকর্মীরা রোজা রেখে ডিউটি শেষে বাড়ীর দিকে রওনা হন। মেঘাই যমুনা নদীর ঘাটে এসে তাঁরা বিপাকে পরেন। নদীর মাঝপথে ইফতারে সময়। অনেক সময় নদীর পানি দিয়ে ইফতার করতে হয়। এ সমস্ত চিন্তা করে আমি আমার এবারের ঈদের বোনাস ইফতারে ব্যয় করেছেন। 
তিনি আরও বলেন, আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসেন তবে আগামী ঈদে এই কার্যক্রম আরো ব্যাপক করার ইচ্ছা আছে। আমাদের এমডি স্যার, অত্যান্ত ধর্মপ্রাণ মানুষ উনিও এগিয়ে আসলে সবাই খুশি হবে।

বিজ্ঞাপন