কাজিপুরে চার জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ছবি-প্রতিনিধি

 সরকারি আইন অমান্য করায় সিরাজগঞ্জের কাজিপুরে দুই বালুবাহী ট্রাক ও দুই ছ'মিল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ২ হাজার ৮শ' টাকা জরিমানা আদায় করেছেন।বৃহস্পতিবার (৩০ মার্চ) সোনামুখী- মেঘাই রাস্তায় ও  শ্যামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। 
জানা গেছে, কাজিপুরের মেঘাই ঘাট থেকে  ট্রাকে করে বালু নিয়ে  শেরপুর সহ বিভিন্ন বালুবাহী ট্রাকে বালু নিয়ে যায়।  এ বালুগুলো না ঢেকে নেওয়ায় দুই ট্রাকের ডাইভারকে দুই হাজার টাকা ও রাস্তার  রাস্তার ধারে কাঠের গুল গুলো রেখে  মানুষের চলাচলের ব্যাঘাত ঘটানোর কারণে ছ'মিলের দুই মালিককে ৮শ' টাকা জরিমানা করা হয়েছে। 
 এ বিষয় ইউএনও সুখময় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন