জাতীয়করণের দাবিতে ভূঞাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি

ছবি- প্রতিনিধি

"বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন করতে হবে জাতীয়করণ" এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতী পালন করেছেন শিক্ষক কর্মচারি বৃন্দ। মঙ্গলবার (১৪ ফব্রুয়ারি) নিজ বিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মবিরতি পালন করেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারিদের সাথে কর্মবিরতিতে অংশ গ্রহন করেন।
এসময় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক সুবাস চন্দ্র পাল, আকরাম হোসেন, সহকারী শিক্ষক লতিফ তালুকদার, মজিদ মন্ডল, হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম, শাহ আলম, শিক্ষিকা আসমাউল হুসনা রুমি সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
শিক্ষকরা তাদের বক্তব্যের মাধ্যমে সরকারিমাধ্যমিক -বেসরকারি বৈষম্য দূরীকরণ সহ মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মচারিদের সর্ব নিম্ন বেতন গ্রেড, দ্রব্য মূল্যের উর্ধগতি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা ও বেতন বৈষম্য তুলে ধরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দূত সময়ের মধ্যে জাতিয়করণের জোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপন