ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃত্যু বেড়ে ৩২৬

ছবি-সংগৃহীত

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে ছাড়িয়ে গেছে। ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চলছে।
মোজাম্বিক ও মালাউইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ জানতে বেশ কয়েক দিন সময় লেগে যাবে। মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেছেন, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা ২২৫ থেকে বেড়ে ৩২৬-এ দাঁড়িয়েছে।তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ঘরহীন মানুষের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৩ হাজার ১৫৯-এ দাঁড়িয়েছে।
এদিকে ৩০০টিরও বেশি জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। অন্যদিকে সংকট মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফ্রেডি গত শনিবার এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আফ্রিকার দক্ষিণাঞ্চলজুড়ে আঘাত হানে। এরপর গত সোমবার মোজাম্বিক ও মালাউইতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে সর্বশেষ ১০০ জনের মৃত্যুর খবর শোনা গেলেও বর্তমানে তা বেড়ে গেছে।বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে ফ্রেডি অন্যতম।

বিজ্ঞাপন