ফোন হারিয়ে পরীকে মেসেজ রাজের

পরী ও রাজ

কলকাতার নন্দনে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষে শোবিজ জগতের অনেকেই সেখানে গিয়েছেন। অপু বিশ্বাস, নুসরত ফারিয়া, ফেরদৌস, শরিফুল রাজসহ অনেকেই অবস্থান করছেন সেখানে। এদিকে নন্দনে সিনেমা দেখতে গিয়ে বিপত্তিতে পড়েন রাজ। হারিয়ে ফেলেছেন নিজের ফোন। তবে ফোন হারিয়েই স্ত্রী পরীমণিকে মনে করেছেন তিনি। 
ফোন হারানোর পরেই সহকারীর ফোন থেকে পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন রাজ। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, অন্যের ফোন দিয়ে রাজ মেসেজ করেছিলেন। সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।

বিজ্ঞাপন