দুপচাঁচিয়ার দুই গ্রামে হঠাৎ হাতি আতঙ্ক

ছবি- প্রতিনিধি

মাহুতের কাছে থেকে ছুটে গিয়ে দুপচাঁচিয়ায় দুই গ্রামে হাতির প্রবেশ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম ও বেলহালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মাহুতসহ হাতিটি রাজশাহী থেকে বগুড়া যাবার পথে নিয়ন্ত্রণ থেকে ছুটে আটগ্রাম বেলহালী গ্রামে প্রবেশ করে। হাতি দিকবিদিক ছোটাছুটি করতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। 
গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীকে মুঠোফোনে জানালে, ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে আসেন। তারা মাহুতের সহযোগিতায় হাতিকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে শান্ত করে।
পরে হাতিকে ওই এলাকা থেকে মোস্তফাপুর বাজার হয়ে দুপচাঁচিয়া সদরে এনে বগুড়ার দিকে পাঠিয়ে দেওয়া হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী জানান, হাতির বিষয়ে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পরে হাতিকে নিয়ন্ত্রণ করে বগুড়ার দিকে পাঠানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় গ্রামে কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

বিজ্ঞাপন