বগুড়ার ধুনটে ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে মুন্নাত হাসান (৩৪) নামে এক ভ্যান চালক আত্মহত্যা করেছে। রোববার (১২ই মার্চ) রাত অনুমান ৮ টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। ভ্যান চালক মুন্নাত হাসান ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যান চালক মুন্নাত হাসান আর্থিক সংকট ও অনেক ঋণগ্রস্ত ছিল। ভ্যান চালিয়ে তার সংসার চালাতে অনেক কষ্ট হতো। অর্থের অভাবে তিনি সব সময় হতাশায় ভুগতেন। একপর্যায়ে গত দুই দিন আগে তার স্ত্রী তাহার বাবার বাড়ি চলে যায়।
ওই সুযোগে সবার অজান্তে নিজ ঘরের দরজা বন্ধ করে রোববার রাতে বাঁশের তীরের সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশীরা ডাকা-ডাকি করলে জবাব না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ভ্যান চালকের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন তাকে অতি দ্রুত নেমে চিকিৎসার জন্য সিএনজি যোগে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। এ বিষয়ে ধুনট থানার উপ- পরিদর্শক এসআই মোঃ আব্দুল খালেক বিজয় বাংলাকে জানান, ভ্যান চালক মুন্নাত হাসান আত্মহত্যার বিষয়ে ধুনট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। তার তার পরিবার ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না থাকায় ভ্যান চালকের মৃতদেহ বিনা ময়নাতদন্তে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।