ধুনটে বাবা-মায়ের সঙ্গে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল শিশুর

বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে রহমত আলী জোহা (১০) নামে এক শিশু মারা গেছে। উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়সিং গ্রামে বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। জোহা জয়সিং গ্রামের আলম বাদশা মন্ডলের ছেলে এবং রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ধুনট থানার এসআই হায়দার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বাদশা মন্ডলের বাড়ির উঠানে খড় বিছানো ছিল। বিকেলে আকাশে মেঘ দেখে তিনি স্ত্রীসহ খড়গুলো তুলে নিয়ে পালা করছিলেন। ওই সময় উঠানে তাদের কাজে সহযোগিতা করছিলো জোহা। সেখানে বজ্রপাত হলে আহত হয় জোহা। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জোহা।
এসআই হায়দার আরও জানান, বজ্রপাতে শিশুটির বাবা আলম বাদশা মন্ডল ও মা সুন্দরি বেগম সামান্য আহত হয়েছেন। এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জানে আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

বিজ্ঞাপন