দেশে শান্তি ও উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট দিন : তানভীর শাকিল জয়

দেশে শান্তি ও উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ১-২-৩ নং ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ বর্ধিত সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি তানভীর শাকিল জয় বলেন, ২০০৮ সালের নির্বাচনের পরে শেখ হাসিনা সরকার কাজিপুরে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। বিএনপি ও জামাত জোট সরকারের সময় সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের জনপদ বলে যে কাজিপুর পরিচিত ছিল সেই কাজিপুর এখন শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে। সেই শান্তি ও উন্নয়নের পক্ষে সবার কাছ থেকে আবারও ভোট চান তিনি। তিনি আরও বলেন, ‘স্বৈরতান্ত্রিক ও সামরিক একনায়কেরা যেসব দল গঠন করেছে সেই সব দলের নেতাকর্মীরা এখন গণতন্ত্রের কথা বলে। কিন্তু এ দেশে প্রথম অবৈধভাবে ক্ষমতা দখল এবং হ্যাঁ-না ভোটের মাধ্যমে ভোট ডাকাতির সূচনা করেছিল অবৈধ প্রেসিডেন্ট জিয়া। তাদের নেতাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’
এসময় চালিতাডাঙ্গা ইউনিয়নের কিছু উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিদ্যুত কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে পাকা ভবন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ,প্রত্যেকটি গ্রামীণ রাস্তাঘাট এখন উন্নত হয়েছে। আগে যে রাস্তাগুলো মানুষ চলাচলের অনুপোযোগী ছিল এখন সেগুলো মানুষ চলাচল নির্বিঘ্ন হয়েছে। 
চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার ১২ (সেপ্টেম্বর) বিকেলে চালিতাডাঙ্গা ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ বর্ধিত সভা চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান ডনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা বিএসসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উ-ল ইসলাম‌‌‌ শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন আহমেদ, চালিতাডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ আলম, চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

বিজ্ঞাপন