চৌদ্দগ্রামে বাসচাপায় যুবদলের দুই নেতা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবদল নেতা নিহত হয়েছেন।  রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ গ্রামের আবদুল ওহাব কেরানীর ছেলে দেলোয়ার হোসেন (৪০)। তিনি সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব। অপরজন সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের গিলাতলী গ্রামের মোহন মিয়ার ছেলে ইরফানুল হক মানিক (৪১)। তিনি সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই যুবদল নেতার মৃত্যুতে আমরা শোকাহত।  
চৌদ্দগ্রাম হাইওয়ে থানার উপপরিদর্শক টিপু রায় বলেন, কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক। খবর পেয়ে হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ দুটি নিয়ে গেছে। 

বিজ্ঞাপন