চলচ্চিত্রের নতুন জুটি আদর-অধরা

চলতি প্রজন্মের সম্ভাবনাময় নায়ক আদর আজাদ। সর্বশেষ সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় তার অভিনয়-পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। অন্যদিকে এরইমধ্যে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মাধ্যমে সম্ভাবনার জানান দিয়েছেন চিত্রনায়িকা অধরা খানও। এবার চলচ্চিত্রের নতুন জুটি হয়ে আসছেন আদর ও অধরা। ছবির নাম ‘রাইটার’। পরিচালনা করছেন অপূর্ব রানা। সম্প্রতি ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে এর শুটিং শুরু হয়েছে। একজন লেখকের তার নিজস্ব দুই জগৎ সমান্তরালভাবে উঠে আসবে এই গল্পে। সিনেমাটি সম্পর্কে অধরা খান বলেন, বেশ সুন্দর আয়োজনে সিনেমাটির শুটিং হচ্ছে। এতে আমার চরিত্রের নাম তিতলি।
আমি আদরের স্ত্রী রূপে অভিনয় করছি।
সে একজন লেখক। আদর আজাদ বলেন, সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার চরিত্র লেখকের। তাই আমার জন্য বেশ চ্যালেঞ্জিংও বটে। কারণ এ ধরনের চরিত্রে এবারই প্রথম কাজ করছি। আমার বিপরীতে অধরা রয়েছে। আশা করছি সিনেমাটির কাজ সুন্দরভাবে শেষ করতে পারবো। এদিকে আদর আজাদ অভিনীত আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে অধরা খানের ‘সুলতানপুর’ নামক সিনেমা মুক্তি পাবে আসছে জুনের ২ তারিখ। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির। 

বিজ্ঞাপন