ছোট্টবেলাৎ
রুস্তম আলী
আমি হারাইনি তো কিছু
হারিয়েছি ছোট্টবেলা
আগের মত আমবাগানে
হয়না বদন খেলা।
সুতোর লাটাই ধরে হাতে
উড়াই না তো ঘুড়ি।
খেলিনা আর কারও সাথে
কোথাও লুকোচুরি।
ভাষাই না ঝিলের জলে
কলাগাছের ভেলা,
পুকুরে রোজ জল ঠেলে
হয়না সাতার খেলা।
পাখির বাসা দেখলে গাছে
দিই না উঠে হানা
গাছে উঠে বাসা থেকে
ধরিনা পাখির ছানা।
এখন শুধু সংসারেতে
ব্যস্ত সকল কাজে
রুজির ধান্দায় ছুটাছুটি
করি সকাল সাঝে।
সকাল হলে যাই মাঠে
রোদ বৃষ্টি ঠেলে।
সারাটা দিন শ্রম করি
মাথার ঘাম ফেলে।
আগের মত নেইত আর
এখন অবোধ মন
মায়ের কাছে বায়না ধরে
করিনা আর ক্রন্দন।
এখন জাগে ঢের মমতা
বাবা মায়ের উপর
বাবা মায়ের মত ধরাই
কেউ করে না আদর।
এ'সব যখন মনে পড়ে
ছোট্টবেলার কথা
তখন আমার মনের মাঝে
জাগে ভীষণ ব্যথা।
----------
রুস্তম আলী
গ্রাম = নজরানা
পোঃ = বাবলতলী
জেলা = মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ
ভারত