চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার বদলগাছী উপজেলা চেয়ারম্যান

চেক জালিয়াতির মামলায় নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাতে নওগাঁ সদরের একটি হোটেল থেকে গ্রেপ্তার হন শামসুল আলম। 
পুলিশ জানায়, এক মাস আগে একটি চেক জালিয়াতির মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই সূত্র ধরে রোববার দিবাগত রাতে হোটেল অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে তাকে গ্রেপ্তার করে আনা হয়। 
বদলগাছী থানার অফিসার ইনচার্জ  আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শামসুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন