বগুড়ায় খড় বোঝাই নছিমনে আগুন

বগুড়ার নন্দীগ্রামে খড় বোঝাই নছিমনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে রাতে নন্দীগ্রামে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, রাত ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় হেলমেট পরিহিত একদল দূর্বৃত্তরা খড় বোঝাই নছিমনে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তিনি বলেন, ‘দুর্বৃত্তরা ছোট একটি নছিমনে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো হয়েছে। নাশকতাকারীদের গ্ৰেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে।’
 

বিজ্ঞাপন