বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিজান মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছে। বর্তমানে সে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পৌণে ৪ টার দিকে শহরের বনানী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় গেটের সামনে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত জিসান মিয়া (২২) জেলার শাজাহানপুর উপজেলার লতিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কৈগাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক হাসান রহমান।
স্থানীদের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আনুমানিক বিকাল পৌণে ৪ টার দিকে অজ্ঞাত দুর্বৃত্ত জিসান মিয়ার বাম পায়ের উরুতে দুইটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করান।’
উপ-পরিদর্শক হাসান রহমান আরও বলেন, ‘এঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি।’