বেলকুচিতে আ.লীগ নেতাকে মারপিট, মামলায় আটক ১

ছবি-প্রতিনিধি

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পুলিশের সামনেই ভোট ছিনিয়ে নেওয়া, আওয়ামী লীগ নেতাকে মারধর ও চেয়ারম্যান কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিতর্কিত ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি ও এমপির এপিএসসহ দেড় শতাধিক আসামি করে মামলা দায়ের ও হাসানুর রহমান (৩৫) নামে ১জনকে আটক করা হয়েছে। ২১ মার্চ সকাল ১০ ঘটিকা থেকে রাজাপুর স্কুল প্রাঙ্গণে ভোট শুরু হয়। অভিভাবক সদস্য চারজন, শিক্ষক প্রতিনিধি ৩ জন ও বিদ্যুৎসাহী সদস্য একজন, মোট ভোটার আট জন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদের বিপরীতে দুইজন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। 

একজন হলেন ঐ গ্রামের প্রবীণ শিক্ষক শাহজাহান আলী মাস্টার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি। ভোট গণনা শেষে ঘোষণার পূর্বেই ছাত্রলীগ সভাপতি রবিন হাসান রকির পরাজয় বুঝতে পেরে তার নেতৃত্বে দলবদ্ধ বহিরাগত লোকজন নিয়ে প্রিজাইডিং অফিসারের নিকট থেকে ভোট ও রেজুলেশন খাতা পুলিশের সামনেই ছিনিয়ে নেয় তারা। এ সময় স্কুলের অফিস কক্ষে অবস্থানরত সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ইউপি সদস্য আশরাফুল ইসলামসহ মোট দশজনকে হামলা করে গুরুতর আহত করে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে ১টি মামলা ও রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বাদী হয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন হাসান রকিসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে অপর মামলাটি দায়ের করেন। উভয় মামলায় সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের এমপি আব্দুল মমিন মন্ডল সমর্থিত ছাত্রলীগ-যুবলীগ নেতাদের আসামি করা হয়েছে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে রিপন নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ দুটি মামলা তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন