জেলা প্রশাসকের মতবিনিময় সভায়

বদলগাছীতে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী

নওগাঁর বদলগাছীতে নবাগত নওগাঁ জেলা প্রশাসকের মতবিনিময় সভায় ঐতিহাসিক পাহাড়পুরে বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানানো হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল সরকারি কর্মকর্তা -কর্মচারী, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা পাহাড়পুর বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ আবু খালেদ বুলু, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, এমপির প্রতিনিধি আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভ‚মি) মোছাঃ আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন, দেওয়ান আব্দুর রহিম, সাংবাদিক হাসানুজ্জামান, এমদাদুল হক দুলু প্রমূখ। মত বিনিময় সভায় জেলা প্রশাসক সকল কাজে সার্বিক সহযোগিতার আশ^াস দিয়ে বলেন পাহাড়পুর বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা দাবীর সঙ্গে আমি একমত। শেষে জেলা প্রশাসক ৪০জন ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ব্যাগ, ছাতা, সাদা খাতা, ২টি করে জ্যামিতি বক্স, পেন্সিল, কলম বিতরণ করেন।
 

বিজ্ঞাপন