বুন্ডেস লিগা এবার জমে উঠেছে বেশ। সেটি যেন আরও বাড়িয়ে দিল আরবি লাইপজিগ।
তারা হারিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখকে। টানা ১০ বার লিগ শিরোপা জেতা ক্লাবটির এবার চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য এখন নিজের হাতে নেই।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচে আরবি লাইপজিগের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে বায়ার্ন মিউনিখ। ৩৩ মাচে ২০ জয় ও ৮ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে এখনও অবশ্য শীর্ষেই আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। নিজেদের শেষ দুই ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন হবে তারা।
ম্যাচের ২৫তম মিনিটে সের্গে জিনাব্রির গোলে শুরুতে অবশ্য এগিয়ে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু এরপর বায়ার্ন চাপে পড়ে। একের পর এক সুযোগ তৈরি করলেও অবশ্য গোলের দেখা পাচ্ছিলো না তারা। দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে কনরাড লাইমারের গোলে সমতা ফেরায় লাইপজিগ।
এরপর ১০ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল খেয়ে বসে বায়ার্ন। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ৭৬তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু ও ডমিনিক সোবোসলাই স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে বুন্ডেস লিগার তৃতীয় স্থান নিশ্চিত করেছে লাইপজিগ, তারা আগামী মৌসুমে খেলবে চ্যাম্পিয়ন্স লিগ।
এদিকে কাম্প নউয়ে শনিবার রাতে লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা ২-১ গোলে হেরেছে রিয়াল সোসিয়েদাদের কাছে। মিকেল মেরিনো ও অ্যালেক্সান্দার সরলথের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান কমান রবের্ত লেভানদোভস্কি।