বার্ষিক সাধারন সভা মধুখালী বহুমুখী সমবায় সমিতির

ছবি- প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টায় সরকারী আইনউদ্দিন  কলেজের ছাত্রামিলনায়তনে সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে  বার্ষিক  সাধারন সভায়  আয় ব্যায়ের হিসাব উপস্থাপন  করেন মোঃ আলমগীর হোসেন মিয়। সভায় বার্ষিক  আয় ব্যায়ের হিসাব উপস্থাপন  পরবর্তী   তার  উপর  আলোচনা কারেন সমিতির সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক, মোঃ জহুরুল হক , হাজী আব্দুল মালেক শিকদার,ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,আশিকলু আমিন,মনোয়ার হোসেন,গোলাম রব মোল্যাসহ প্রমুখ। সভায় গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
 

বিজ্ঞাপন