বাগেরহাটে নবাগত পুলিশ সুপার আবুল হাসানাত খানের সাথে বাগেরহাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার আবুল হাসানাত খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সহসভাপতি ইসরাত জাহান, সাবেক সহসভাপতি নকিব সিরাজুল হক, মোল্লা আব্দুর রব, সাবেক সাধারন সম্পাদক শওকত আলী বাবু, সাংবাদিক ইয়ামীন আলী, মোঃ শামসুর রহমান, আকমল উদ্দিন সাখি, মোঃ আরিফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি (প্রশাসন ও অর্থ) মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানা, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকু, মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংবাদিক তরফদার রবিউল ইসলাম, মোল্লা মাসুদুল হক, ফকির হাসান আলী, আবু সাইদ শুনু, শওকত হোসেন, আল আমিন খান সুমন, মোঃ সোহান শেখ, আব্দুল্লাহ আল ইমরান, মোঃ ইনজামামুল হক , মামুন আহম্মেদ, এসএম রাজ, সোহেল রানা বাবুল, সোহাগ হাওলাদার প্রমুখ।