আন্তর্জাতিক নারী দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

ছবি- প্রতিনিধি

“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৮ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালীটি পুনরায় স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়।
বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‌্যালীতে জাতীয় মহিলা সংস্থা, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা, উদয়ন বাংলাদেশ, বাধাবন সংঘ, অপরাজিতা নেটওয়ার্ক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, নির্মান সমাজ উন্নয়ন সংস্থা, কর্মজীবী নারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সহ¯্রাধিক নারীরা অংশগ্রহন করেন। সচেতন নারীরা সকল প্রকার নারী নির্যাতন বন্ধ কর, শ্রমিকের অধিকার-নারীর অধিকার, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, নারী পুরুষ সমতাসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকাড নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করেন।
র‌্যালী শেষে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ-আল-আসাদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ। এদিকে দিবসটি উপলক্ষে ক্রিষ্টিয়ান এইডের অর্থায়নে কর্মজীবী নারী নামের একটি বেসরকারি সংস্থা বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। 
 

বিজ্ঞাপন