আজ আছি কাল নেই
রুস্তম আলী
আজ আছি কাল নেই
করি তার কিসের বড়াই?
মিলেমিশে থাকি এসো
মোরা সব ভাই ভাই।
মোর কেউ অজ্ঞ নই যে
থাকলেই পাশাপাশি
গোরু ছাগলের মত সবে
করবই ঢেসাঢেসি।
আমাদেরও জ্ঞান আছে
আছে মায়া মমতা,
ভালো মন্দ বোঝা মোদের
আছে সকল ক্ষমতা।
তবুও দ্বীনের পথ ভলে
করি সব ছুটাছুটি,
ভায়ে ভায়ে ভাগ নিয়ে
করি যত লাঠালাঠি।
পরপার ভেবে মোরা
করিনা পাপের ভয়,
দু'হাতে করতে চাই শুধু
অর্থ সম্পদ সঞ্চয়।
অর্থ কাজে লাগে না কভু
ইহ জগতের পরে
মরণের সময় হলে তাই
কান্নায় দু'চোখ ভরে।
------------------------------
রুস্তম আলী
গ্রাম = নজরানা
পোঃ = বাবলতলী
জেলা = মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ, ভারত
তারিখ ইং = 14/52023