আদমদীঘিতে ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও মিলের মোটর চুরি

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে মহাসড়কের পাশে এবার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে যন্ত্রাংশ ও ধান ও হলুদ মরিচ ভাঙ্গা মিলের ৫টি বৈদ্যুতিক মোটর চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে চাটখইর গ্রামের পাশে এ দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে আদমদীঘি থানায় অবহিত করা হয়েছে বলে ভুক্তভোগিরা জানান। 
জানাযায়, দুপচাঁচিয়া উপজেলার শেরপুর গ্রামের ফজলুল হক জানান, তার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির চাটখইর গ্রামের মহাসড়কের পাশে মেসার্স মরিয়ম নামের একটি ধান, হলুদ, আটা ও মরিচ ভাংঙ্গা মিল ঘর রয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই মিল ঘরের মেইন দরজার তালা ভেঙ্গে চোরেরা মিল ঘরে ঢুকে সাড়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৫টি বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যায়। এছাড়া একই রাতে ওই মিল ঘরের কাছে মহাসড়কের ঘেঁষা অবস্থিত পিডিবি‘র একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার পোল থেকে নেমে ট্রান্সফরমারের খোল ভেঙ্গে ভিতরের বিপুল পরিমান তামার তার চুরি করে নিয়ে যায় চোরেরা। এর কয়েক দিন আগে বামনীগ্রাম গরু ও আদমদীঘি সদরে ইজিবাইক চুরির ঘটনা ঘটে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এসব চুরি ঘটনায় চোর সনাক্ত ও গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে। 
 

বিজ্ঞাপন