আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে মাদরাসার সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আল আলীয় (১০) নামের ৩য় শ্রেনির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের সৌদি প্রবাসি আলমগীর হোসেনের ছেলে। গতকাল শুক্রবার (১৯ মে) বেলা ১০ টায় আদমদীঘির শিয়ালশন গ্রামের রাস্তার পাশে নুরানী মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানায়, আদমদীঘির শিবপুর গ্রামের সৌদি প্রবাসি আলমগীর হোসেনরে ছেলে আল আলীয় শিয়াশন গ্রামের রাস্তার পাশে ওই মাদরাসায় ৩য় শ্রেনিতে পড়াশুনা করতো। গত শুক্রবার বেলা ১০টায় মাদরাসার সামনে খেলতে গিয়ে পাশের পুকুরে পানিতে পড়ে যায়। পরে তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আল আলীয়ের দাদা ময়নুল জানায়, সে সাঁতার জানতো না, পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে পানিতে পড়ে এঘটনা ঘটে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। 

বিজ্ঞাপন