আদমদীঘিতে প্রতীকি ব্লাক-আউট পালন হয়নি

প্রতিকি ছবি

২৫ মার্চ সরকারি সিদ্ধান্তমতে বগুড়ার আদমদীঘি উপজেলায় এক মিনিট প্রতিকী বøাক-আউট কর্মসুচী পালন করা হয়নি। ওই দিন সান্তাহার বিক্রয় ও বিতরণ বিভাগ নেসেকো লিমিটেডের রাত ১০টা ৩০ মিনিটে এক মিনিটের জন্য প্রতিকী বøাক-আউট পালন না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  
১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাকহানাদার বাহিনীরা এদেশে নির্বিচারে ঘুমন্ত মানুষের উপড় গুলি চালিয়ে গনহত্যা করেন। সেই স্মৃতিকে ধারণ করা ও বর্তমান প্রজন্মকে অবহিত করার জন্য দেশব্যাপি ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ১০ টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য সমস্ত আলো নিভিয়ে প্রতিকী বøাক-আউট কর্মসুচী ঘোষনা করা হয়। ঘোষনামতে সারাদেশে এই কর্মসুচী পালিত হলেও বগুড়ার আদমদীঘি উপজেলায় পালন করা হয়নি। ফলে সুধি সমাজে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। তারা স্থানীয় বিদ্যুত বিতরণ ও বিক্রয় বিভাগ নেসকো লিমিডেটের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র গোলাম মোরশেদ, সান্তাহার নগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) মোসলেম উদ্দীন ও বেনজীর রহমান এই দিবসে সান্তাহার বিদ্যুত বিতরন ও বিক্রয় বিভাগ নেসকো লি: বøাক আউট কর্মসুচী পালন না করায় তারা নিন্দা প্রকাশ করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানান। সান্তাহার বিক্রয় ও বিতরণ বিভাগ নেসেকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক সাংবাদিকদের জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিদ্যুৎ বন্ধ না রাখার নির্দেশ ছিল। যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের মত করে আলো নিভিয়ে ’বøাকআউট’ পালন করবে। আমরা বিদ্যুৎ বন্ধ করলে যান্ত্রিক সমস্যা হতো। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার জানান, গণহত্যা দিবস, স্বাধীনতা দিবস নিয়ে প্রস্ততিমূলক সভায় সারা দেশের ন্যায় এই উপজেলাও  ’প্রতিকী বøাক-আউট’ পালন করার জন্য সান্তাহার নেসকো নির্বাহী  প্রকৌশলীকে বলা হয়েছিল। কিন্তু ওই দিন বিদুৎ বন্ধ না করার আমি নিজের বাসভবনে আলো নিজে বন্ধ করে এই কর্মসুচী পালন করি। নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হলে তিনি জানান, তাদের বিদুৎ বন্ধ করার নির্দেশ তাদের ছিল না।

বিজ্ঞাপন