আদমদীঘি প্রেসক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের উদ্যোগে ভয়াল গণহত্যা ও কালো দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৫ মার্চ) বেলা ১২ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, তহির উদ্দিন, আব্দুম ছালাম প্রমুখ। সভায় ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে বুদ্ধিজীবিসহ সকল গণহত্যা কারিদের বিচার ও রায় কার্যকর এবং বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শে স্বাধীনতা ও সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবহিত করার আহবান জানানো হয়।

অন্যদকি, বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজের গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক মিনিট নিরবতার মাধ্যমে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র  অধিকারি, ওসি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যায় শহীদ বুদ্ধিজীবিদের শ^রণে ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করা হয়। 
 

বিজ্ঞাপন