মনিরুজ্জামান মনি তানোরঃ রাজশাহীর তানোর উপজেলায় আজ সোমবার দুপুর ১২টার দিকে তানোর উপজেলা শহীদ মিনার চত্ত্বর ২০জন মুক্তিযোদ্ধাকে কম্বল ও মুজিব কোট প্রদান করা হয়েছে।রাজশহী১তানোর-গোদাগাড়ীর সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম,পির ব্যক্তিগত তহবিল থেকে ২০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান,তানোর প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম প্রমুখ।