নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আয়নাল হক(৩৫)নামে একজন নিহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দুধগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হক উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ও নাজিরপুর ভূমি অফিসের পিয়ন।
এলাকাবাসী জানান,শুক্রবার দুপুর আড়াইটার দিকে গুরুদাসপুর থানার আয়নাল হক নাজিরপুর হতে মোটরসাইকেলযোগে তার বাড়ি বৃন্দাবনপুর গ্রামে ফিরছিলেন। পথে দুধ গাড়ি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আয়নাল হক গুরুতর আহত হয়। এই অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আয়নাল হকের মৃত্যু হয়।