মনিরুজ্জামান মনি তানোর : রাজশাহীর তানোরে এসিডির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২৪ ডিসেম্বর বৃহস্প্রতিবার তানোর উপজেলা পরিষদ হলরুমে এসিডির উদ্যোগে আয়োজিত “তথ্য প্রাপ্তির অধিকার ও নারীর অগ্রগতি প্রকল্প অবহিতকরণ” বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান, কলমা ইউপি ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল মোমেনিন রিয়াদসহ আরো অনেকে।