বিজয় বাংলা ।। বগুড়ায় চার গ্রাম হেরোইনসহ বেলাল (৪৫) ও সাজু ওরফে ল্যাংড়া সাজু (৫০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে সদরের ফুলবাড়ি কারিগর পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই দুইজনের মধ্যে সাজু সদরের ফুলবাড়ি মধ্যপাড়ার মৃত আব্দুল গণির ছেলে এবং বেলাল নওগাঁর বদলগাছি থানার বলরামপুরের মিরাজুল ইসলামের ছেলে। এর মধ্যে সাজু ওরফে ল্যাংড়া সাজুর নামে ১৬ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ি ফাঁড়ী পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওই বেলাল ও সাজু জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ৪ দশমিক ২৫ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
ফুলবাড়ি ফাঁড়ী পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।