যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের কাছাকাছি ধরনের স্ট্রেইন আগে থেকেই বাংলাদেশে আছে বলে জানিয়েছেন গবেষকরা। গত নভেম্বরের শুরুতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) করোনাভাইরাসের পাঁচটি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে। গবেষকরা জানিয়েছেন, সে সময় পাওয়া মিউটেশনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের মিল রয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিসিএসআইআরের জীবতাত্ত্বিক গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান। তিনি বলেন, ‘আমরা সার্স-কোভ-২ এর নতুন যে পাঁচটি ধরন পেয়েছিলাম, সেগুলোর একটি যুক্তরাজ্যের নতুনটির মতো। তবে, শতভাগ একরকম নয়। দুই মাস আগে জিনোম সিকোয়েন্সিং করেছি। এরপরে প্রয়োজনীয় রি-এজেন্ট না থাকায় কাজ বন্ধ আছে। আমরা শিগগির আবার শুরু করব।