আশরাফুল ইসলাম ।।
রাত পোহালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ভোটগ্রহন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোট গ্রহণ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিস। এরই মধ্যে আজ শুক্রবার দুপুরে রহনপুর পৌরসভার ১১টি কেন্দ্রে ব্যালট পেপার বাদে সকল সরঞ্জাম পাঠানো হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার জোরদার করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং সালমান খান অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ভোটাররা যাতে ভোট দিতে পারে তার জন্য ০৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র্যাব-পুলিশের পাশাপাশি, বিজিবি, আনসার ও ডিবি পুলিশ মোতায়েন থাকবে। রহনপুর পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৭ জন। এর মধ্যে ১৩ হাজার ১৮৪ জন পুরুষ ও ১৩ হাজার ৯১৩ জন মহিলা ভোটার রয়েছেন।