॥ আল আমিন খান সুমন, বাগেরহাট ॥
৩য় ধাপের পৌরসভা নির্বাচনে বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে নবর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান।বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। রাত সাড়ে ৯টায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে খান হাবিবুর রহমানের মনোনয়নের বিষয়টি নিশ্চিত হবার পরে বাগেরহাট শহরে মেয়রের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা মিছিল করেছেন। বিভিন্ন স্থানে মিস্টিও বিতরণ করা হয়েছে।
নৌকার মনোনয়ন পাওয়া খান হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। এর আগেও খান হাবিবুর রহমান তিনবার বাগেরহাট পৌরসভার মেয়র এবং তিনবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।